প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2025 ইং
টোটোর ব্যাটারি চুরি করে ধরা পড়ল

কয়েকজন যুবক ঘুরে বেড়াত শুধু টোটো কিংবা অন্যান্য গাড়ির ব্যাটারি চুরির জন্য। এভাবে মাঝে মধ্যই ফুলবাড়ি সহ সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে চুরি যাচ্ছিল টোটোর ব্যাটারি।
এমন চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে ফুলবাড়ী- জটিয়াকালী এলাকার বাসিন্দারা। অবশেষে দারস্থ হয় পুলিশের। অবশেষে পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হলো সেই চোর। তার কাছে উদ্ধার হয় দুটি চুরি যাওয়া টোটোর ব্যাটারি।
জানাগেছে, গত ২৭শে এপ্রিল জটিয়াকালীর দীপঙ্কর চক্রবর্তী নামে এক টোটো মালিক ব্যাটারি চুরি সংক্রান্ত একটি অভিযোগ লিখিত আকারে জমা দেন এনজেপি থানায়।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ।
দীর্ঘ চার মাস বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অবশেষে গত শুক্রবার ফুলবাড়ি থেকে গ্রেফতার করা হয় মেহেবুব খান নামে এক দুষ্কৃতিকে।
তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া টোটোর দুটি ব্যাটারি। জানা গেছে ধৃতের বাড়ি জটিয়াকালী এলাকায়। সে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri